odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ডরিন পাওয়ারকে ৫৮ লাখ ৫৪ হাজার ২০০ শেয়ার বরাদ্দ

gazi anwar | প্রকাশিত: ১০ August ২০১৭ ১০:৩২

gazi anwar
প্রকাশিত: ১০ August ২০১৭ ১০:৩২

dorin


পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড (ডিপিজিএসএল)-কে ৫৮ লাখ ৫৪ হাজার ২০০টি শেয়ার বরাদ্দ দিয়েছে ঢাকা নর্দান পাওয়ার জেনারেশনস লিমিটেড (ডিএনপিজিএল)।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

ডিএসই জানিয়েছে, ঢাকা নর্দান পাওয়ার জেনারেশনস লিমিটেড ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। গত ৭ মার্চ বংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দেয়ার চিঠির ভিত্তিতে এ শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।

শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ডরিন পাওয়ারকে বরাদ্দ দেয়া এই শেয়ারের প্রতিটির মূল্য ১০০ টাকা। এই শেয়ার বরাদ্দের পর ডরিন পাওয়ারের শেয়ার ধারণ ক্ষমতা বেড়ে হয়েছে ৯৯ দশমিক ৪০ শতাংশ। যা আগে ছিল ৯৮ দশমিক ৫২ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: