odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নৌকাডুবিতে কিউবায় ৫ অভিবাসীর প্রাণহানি, নিখোঁজ ১২

odhikarpatra | প্রকাশিত: ২৯ January ২০২৩ ০৪:১১

odhikarpatra
প্রকাশিত: ২৯ January ২০২৩ ০৪:১১

হাভানা, ২৮ জানুয়ারী, ২০২৩  : কিউবা থেকে যুক্তরাষ্ট্রগামী একটি নৌকা ডুবে যাওয়ায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে এবং আরও ১২ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার কিউবার সরকারি গণমাধ্যম এ কথা জানিয়েছে। নজীরবিহীন অর্থনৈতিক সঙ্কটের কারণে মানুষ কিউবা থেকে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে বহির্গমন করছে। ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে কিউবাডিবেট সংবাদপত্র ওয়েবসাইটে জানিয়েছে, পাঁচজন মৃত্যুর খবর পাওয়া গেছে। শক্তিশালী ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপি’র। এতে আরো বলা হয়েছে যে, দুটি উপকূলরক্ষী নৌকা সাহায্যের জন্য ঘটনাস্থলে পৌঁছে ১১ জনকে উদ্ধার করেছে। এতে আরো বলা হয়েছে, রাজধানী হাভানার ১১৫ কিলোমিটার পূর্বে কার্ডেনাস পৌরসভা থেকে অভিবাসীরা ২৩ জানুয়ারী টরন্টেলা হয়ে অবৈধভাবে দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রের ভূখন্ডে পৌঁছানোর চেষ্টা করে। তবে, পরের দিন নৌকাটি ডুবে যায়।



আপনার মূল্যবান মতামত দিন: