odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

তুরস্কের সামরিক ঘাঁটিতে রকেট হামলা

sabuj | প্রকাশিত: ৪ February ২০২৩ ০৮:৪৬

sabuj
প্রকাশিত: ৪ February ২০২৩ ০৮:৪৬

বাগদাদ ০৩ ফেব্রুয়ারী২০২৩ : ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই রকেট হামলার তথ্য নিশ্চিত করেছেন।

ইরান-সমর্থিত মিলিশিয়াগোষ্ঠী ইসলামিক রেসিস্ট্যান্স আহরার আল-ইরাক ব্রিগেড বুধবার এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। ইরানের আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওই গোষ্ঠীর। নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের এক সরকারি কর্মকর্তা বলেছেন, কুর্দি অধ্যুষিত এলাকায় রকেট হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি তুর্কি ওই কর্মকর্তা।
সূত্র: আল-জাজিরা, আনাদোলু।



আপনার মূল্যবান মতামত দিন: