odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আরএডিপিতে থোক বরাদ্দ ৫ হাজার ৩০ কোটি ৯ লাখ টাকা

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২ March ২০২৩ ০৪:২৬

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২ March ২০২৩ ০৪:২৬

নিজস্ব প্রতিবেদক:

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৫ হাজার ৩০ কোটি ৯ লাখ টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। যা মূল এডিপি বরাদ্দের ১ দশমিক ৯৬ শতাংশ। আজ বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এনইসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এনইসি সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সভার কার্যপত্রে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে মোট এক হাজার ৪৪১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ২৫০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি ও সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প ৮৫টি। 

এছাড়া, ৬৩৩টি অননুমোদিত বরাদ্দবিহীন বিনিয়োগ প্রকল্পের একটি তালিকা, বৈদেশিক অর্থায়ন প্রাপ্তির সুবিধার্থে ১৫০টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা ও স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ২৬টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে সংযোজিত রয়েছে।  এসব প্রকল্প অনুমোদন লাভের পর নতুন অনুমোদিত প্রকল্পগুলোতে বরাদ্দ প্রদানের জন্য ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে ১৫টি সেক্টরের অনুকূলে ‘থোক বরাদ্দ’ বাবদ রাখা হয়েছে। 

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অনুকূলে পাঁচটি উন্নয়ন সহায়তা বাবদ মোট ২ হাজার ৬৫০ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে তিনটি উন্নয়ন সহায়তা বাবদ মোট ৪৬০ কোটি টাকা, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) বাবদ মোট ১০০ কোটি টাকা ও ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ বাবদ মোট এক হাজার ১৫৯ কোটি টাকা রাখা হয়েছে। ১০টি উন্নয়ন সহায়তা খাতে সর্বমোট চার হাজার ৩৬৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা মোট এডিপি বরাদ্দের ১ দশমিক ৭১ শতাংশ।

 



আপনার মূল্যবান মতামত দিন: