odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

এনআইডি দিয়ে ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ March ২০২৩ ০৩:১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ March ২০২৩ ০৩:১১

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল বুধবার থেকে নতুন এ পদ্ধতিতে অনলাইন ও কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, টিকিট কালোবাজারি বন্ধ করতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে টিকিট সংগ্রহের নতুন এই পদ্ধতি কার্যকর হবে।

এদিকে নতুন নিয়মে টিকিট সংগ্রহ করতে এসে অনেকে ভোগান্তিতে পড়েছেন। যাত্রীদের মধ্যে অনেকেই নতুন এ নিয়ম চালুর বিষয়ে জানেন না। তবে ভোগান্তির পাশাপাশি স্বস্তিও প্রকাশ করেছেন অনেক যাত্রী। প্ল্যাটফর্মে টিকিট কাটতে আসা মাইনুল ইসলাম বলেন, ‘খুবই ভালো উদ্যোগ। আমার নিবন্ধন করাই ছিল। এসেই টিকিট পেলাম। ব্যবসার কাজে নিয়মিত দিনাজপুর-ঢাকা যাতায়াত করতে। আগে অসংখ্যবার টিকিটের জন্য ঘুরে গেছি। কিন্তু এখন এই সমস্যা হবে না, ভাবতেই ভালো লাগছে।’

গতকাল বিকেলে স্টেশন চত্বর ঘুরে দেখা যায়, টিকিটের জন্য দুটি লাইনে প্রায় ৫০ জন যাত্রী দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে বেশির ভাগ যাত্রীই নিবন্ধন করায় ব্যস্ত। নিবন্ধনের জন্য প্ল্যাটফর্মে পৃথক কোনো নিবন্ধন বুথ করা হয়নি। তবে রেলওয়ের কয়েকজন কর্মচারী কর্মকর্তা যাত্রীদের নিবন্ধনের বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন। এ সময় আলাউদ্দিন নামের মাঝবয়সী এক ব্যক্তি কিছুটা বিরক্ত হলেন। তিনি বলেন, ‘এই নিয়ম যদি করা হয়ে থাকে তাহলে আগে থেকেই জানানো উচিত ছিল। আমরা তো কিছুই জানতে পারিনি।’



আপনার মূল্যবান মতামত দিন: