odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

কলকাতায় অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ March ২০২৩ ২৩:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ March ২০২৩ ২৩:২২

কলকাতায় আতঙ্কের সৃষ্টি করেছে অ্যাডিনো ভাইরাস। এই অ্যাডিনো ভাইরাস সংক্রমণের সঙ্গে যুক্ত হয়েছে নিউমোনিয়া। ফলে অ্যাডিনোভাইরাস এবং নিউমোনিয়ার জোড়া সংক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতায়। 

গত ২৪ ঘণ্টায় অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে কলকাতার বি সি রায় শিশু হাসপাতালে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত জানুয়ারি থেকে এপর্যন্ত অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে কলকাতায় মোট ৫৮ শিশুর মৃত্যু হয়েছে। 

তবে রাজ্য সরকার বলছে, এবার গরম বেশি পড়েছে। এ কারণে আগামী কয়েকদিনের মধ্যে কলকাতায় অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ অনেকটা কমে আসার সম্ভাবনা রয়েছে। 

অ্যাডিনো ভাইরাস সংক্রমণের লক্ষণ হলো শিশুর জ্বর, সর্দি–কাশি, বমি ইত্যাদি। এই রোগের শিকার হয়ে এখন বহু শিশুর পরিবার ছুটছে বড় হাসপাতালের দিকে। বেশি ভিড় জমছে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতাল, মানিক তলার বিসি রায় শিশু হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। 



আপনার মূল্যবান মতামত দিন: