odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ছেলের বিয়ের বিষয়ে যা বললেন হৃতিকের বাবা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ March ২০২৩ ০২:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ March ২০২৩ ০২:২১

গুঞ্জন উঠেছে - দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হৃতিক রোশন। প্রেমিকা সাবা আজাদের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরুর কথা ভাবছেন তিনি। চলতি বছরের নভেম্বরেই নাকি হৃতিকের বিয়ে। নিমেষে ছড়িয়ে পড়ে এই খবর। এই প্রসঙ্গে মুখ খুললেন হৃতিকের বাবা পরিচালক রাকেশ রোশন।

তিনি বলেন, “হৃতিকের-সাবার যে বিয়ে, এমন কিছু আমি অন্তত জানি না।”

এর আগেও বেশ কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃতিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু এই প্রসঙ্গে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি হৃতিক। অনেকগুলো বছর একা থাকার পর হৃতিকের জীবনে বসন্ত এল সাবার সৌজন্যে। দিন কয়েক আগে থেকেই পাকাপাকিভাবে একসঙ্গে থাকতে শুরু করেন হৃতিক-সাবা। প্রিয়তমার জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনেন অভিনেতা। তারপর থেকে হৃতিক-সাবার বিয়ের গুঞ্জন। তবে সেসব যে গোটাটাই গুজব জানালেন রাকেশ রোশন।



আপনার মূল্যবান মতামত দিন: