odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

টাইগার-শ্রদ্ধা স্কুলজীবন থেকেই একে অপরের ক্রাশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ March ২০২৩ ০২:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ March ২০২৩ ০২:৩৮

যদি তাকে ভালো লাগত, তাহলে টাইগারের আগেই জানানো উচিত ছিল। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং অভিনেতা টাইগার শ্রফের ক্রাশ । স্কুলে পড়ার সময় থেকেই শ্রদ্ধার ওপর মন পড়েছিল টাইগারের। কিন্তু কখনও কাউকে বলতে পারেননি। শ্রদ্ধাকেও জানাতে পারেননি কিছু।

বাগি থ্রি ছবির প্রমোশনে হাজির হয়ে নিজের মনের গোপন কথা প্রকাশ্যে আনলেন টাইগার শ্রফ। যা শুনে রীতিমতো অবাক হয়ে যান শ্রদ্ধা কাপুর।

তিনি বলেন, টাইগার যে এত কথা বলছেন এখন, এসব তাকে আগে জানাতে পারতেন। স্কুলে পড়ার সময়ই

বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মেয়ে এই অভিনেত্রী ‘আশিকি টু’, ‘বাগি’, ‘এক ভিলেন’, ‘ছিঁচোড়ে’,‘হায়দার’ সিনেমায় অভিনয় করেন।

শ্রদ্ধা কাপুর বোস্টন বিশ্ববিদ্যালয়ের ঝরে পড়া ছাত্রী, যদিও সেখানে তিনি ভালো ফল করছিলেন।

অভিনয়ের প্রতি অনুরাগের কারণেই তিনি কলেজ ছেড়েছিলেন। বোস্টন ইউনিভার্সিটিতে তার করা নাটক দেখার পর ১৬ বছর বয়সি শ্রদ্ধাকে সালমান খান একটি সিনেমার প্রস্তাব দেন।



আপনার মূল্যবান মতামত দিন: