odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রুশ সতর্কতা যুক্তরাষ্ট্র উপেক্ষা করেছে ইউক্রেনকে অস্ত্র সহায়তার

odhikarpatra | প্রকাশিত: ৫ March ২০২৩ ০৬:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৫ March ২০২৩ ০৬:৪৭

ওয়াশিংটন, ৪ মার্চ, ২০২৩ - ইউক্রেনকে অস্ত্র সহায়তার  বিরুদ্ধে রাশিয়ার সতর্কতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট শুক্রবার কিয়েভকে আরও ৪০০ মিলিয়ন ডলার নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তাছাড়া মস্কোর বিরুদ্ধে ঐক্যের প্রদর্শনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে আমন্ত্রনও জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইতোমধ্যে বলেছেন, তাদের বাহিনী  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী বাখমুত ‘ব্যবহারিকভাবে  ঘেরাও’ করে রেখেছে এবং মস্কোর অভিযানের পর সেখানে এখন সবচেয়ে ভয়ঙ্কর লড়াই সংঘঠিত হচ্ছে । খবর এএফপি’র।
ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা মস্কোর সামরিক হামলা মোকাবেলা এবং এমনকি কিয়েভের ভূমি পুনরুদ্ধারে সক্ষমতার চাবিকাঠি হয়ে উঠেছে। তবে ক্রেমলিন বলেছে এই ধরনের সহায়তা শুধুমাত্র সংঘাতকে দীর্ঘায়িত করবে এবং ইউক্রেনের জনগণের জন্য দুঃখজনক পরিণতি বয়ে আনবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে সামরিক সাহায্য সহায়তাকারি দেশগুলির অর্থনীতির ওপর একটি বড় বোঝা চাপিয়ে দিয়েছে এবং জার্মানিসহ এই দেশগুলির নাগরিক কল্যাণের ওপর  নেতিবাচক প্রভাব ফেলেছে।
তবে, ওয়াশিংটন রাশিয়ার সতর্কতা উপেক্ষা করে, কিয়েভে রুশ সেনা ও তাদের  সরবরাহ লাইন ধ্বংসে সক্ষম হিমারস প্রিসিশন রকেট সিস্টেমসহ গোলাবারুদ সমৃদ্ধ নতুন নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করেছে। ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহ নিয়ে বাক-বিতন্ডার  পরে অংশীদারিত্ব প্রদর্শনে, বাইডেন  ইউক্রেনে রুশ আগ্রসনের পর প্রথম ওয়াশিংটন সফরের জন্য  হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর শোলজকে আমন্ত্রণ জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: