odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

অবশেষে সাক্ষরিত হলো সমুদ্র চুক্তি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ March ২০২৩ ০১:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ March ২০২৩ ০১:২৮

দীর্ঘ এক দশকের আলোচনার পর অবশেষে বিশ্বের মহাসাগরগুলোকে রক্ষায় একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় বিশ্বের ১০০টিরও বেশি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে। এতে যেকোনো মূল্যে ২০৩০ সালের মধ্যে বিশ্বের গভীর সমুদ্র অঞ্চলের প্রকৃতির ৩০ শতাংশ বিশেষভাবে সংরক্ষণ করার বিষয়ে একমত হয়েছে দেশগুলো। গভীর সমুদ্র এবং এর জীববৈচিত্র্য রক্ষায় এমন চুক্তি এবারই প্রথম।

স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে দীর্ঘ ৩৮ ঘণ্টার বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রায় এক দশক ধরে অর্থায়ন এবং সমুদ্রে মাছ ধরার অধিকারের বিষয়টি নিয়ে মতানৈক্যের কারণে চুক্তিটি ঝুলে ছিল।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সর্বশেষ তথ্য মতে, বৈশ্বিক সামুদ্রিক প্রজাতির প্রায় ১০ শতাংশই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তবে নতুন চুক্তির ফলে এবার ৩০ শতাংশ গভীর সমুদ্র অঞ্চল সংরক্ষিত থাকবে। এ ছাড়া সমুদ্রে মাছ শিকার, যান চলাচল এবং নানা ধরনের অভিযান ও খননও সীমাবদ্ধ করে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: