odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মালিতে ২ রেডক্রস কর্মী অপহৃত

odhikarpatra | প্রকাশিত: ৬ March ২০২৩ ০৮:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৬ March ২০২৩ ০৮:৪৮

ডাকার, ৫ মার্চ, ২০২৩ : মালির উত্তরাঞ্চল থেকে শনিবার আন্তর্জাতিক রেডক্রস কমিটির দুই কর্মীকে অপহরণ করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের গাও ও কিডালের মধ্যবর্তী জায়গা থেকে তাদের অপহরণ করা হয়। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) এ কথা বলেছে। সমস্যা পীড়িত মালিতে এটি সর্বশেষ অপহরণের ঘটনা। সংস্থাটি আরো বলেছে,আমরা আজ সকালে আমাদের দুই সহকর্মীর অপহরণের বিষয়টি নিশ্চিত করেছি। মালিতে ৩২ বছর ধরে কাজ করা আইসিআরসি দাবি করেছে তারা নিরপেক্ষ ও স্বাধীনভাবেই এখানে কাজ করছে। দেশটিতে ২০১২ সাল থেকে জিহাদী ও বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা শুরুর পর থেকে রাজনৈতিক ও নিরাপত্তা সংকট চলছে। আল কায়দা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে সংশ্লিষ্ট এসব জিহাদী মালির মধ্যাঞ্চলসহ প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোতে তাদের তৎপরতা জোরদার করেছে। এসব অঞ্চলে হাজার হাজার বেসামরিক নাগরিক, পুলিশ ও সৈন্য প্রাণ হারিয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ২০ লাখেরও বেশি লোক।



আপনার মূল্যবান মতামত দিন: