odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জয় বাংলা কনসার্ট আজ

নিজেস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ March ২০২৩ ২২:২২

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ March ২০২৩ ২২:২২

দুই বছর পর আবারও মঞ্চে ফিরছে জয় বাংলা কনসার্ট। আজ বুধবার ঢাকার আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা জানিয়েছে, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশের টিকিট। http: //ticket.youngbangla.org/ লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে। সেখানে ফটো আইডি হিসেবে কলেজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি বা ড্রাইভিং লাইসেন্সের কপি ব্যবহার করতে হবে।
৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করে প্রতিবছর ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট আয়োজন করছে ইয়াং বাংলা। কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছর এটি অনুষ্ঠিত হয়নি। দুই বছর পর এবার ফিরছে কনসার্টটি। পবিত্র শবে বরাতের কারণে ৭ মার্চের বদলে এবার কনসার্টের আয়োজন করা হচ্ছে ৮ মার্চ।



আপনার মূল্যবান মতামত দিন: