odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন শি জিনপিং

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ March ২০২৩ ২৩:০৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ March ২০২৩ ২৩:০৯

মাও সে-তুংয়ের পর চীনের সবচেয়ে ক্ষমতাসীন নেতা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করতে টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন শি জিনপিং। শুক্রবার দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসে (সংসদ) তার প্রেসিডেন্ট পদের অনুমোদন দেওয়া হয়। খবর রয়টার্সের।

চীনের সংসদের প্রায় তিন হাজার সদস্য ৬৯ বয়সী শি জিনপিংকে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এরপর তাকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়। প্রেসিডেন্ট পদে আর কোনো প্রার্থী ছিলেন না। 

 
চীনের প্রেসিডেন্টরা দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন। ২০১৮ সালে এ বাধ্যবাধকতা তুলে নেন শি। ওই সময় ধারণা করা হয়েছিল- তৃতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় থাকবেন শি।

অন্যদিকে, এদিন ভাইস প্রেসিডেন্ট পদে হান ঝেংকে ও সংসদের প্রধান নেতা হিসেবে ঝাও লিজেকে নির্বাচিত করা হয়েছে। তারা সবাই সংবিধান অনুযায়ী শপথ নেন। শনিবার সংসদে লি কিয়াংকে প্রধানমন্ত্রী বানানো হবে। তিনি শি জিনপিংয়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত।



আপনার মূল্যবান মতামত দিন: