odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

যে কারণে দক্ষিণি সিনেমায় নিষিদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ March ২০২৩ ২১:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ March ২০২৩ ২১:১১

ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণি সিনেমায় বেশি অভিনয় করলেও হিন্দি ছবির দর্শকের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডি’ক্রুজ। অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় বাঙালি নারীর চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর তাঁকে দেখা যায় ‘রেইড’, ‘বাদশাহো’সহ বেশ কয়েকটি সিনেমায়। তবে তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে সুপরিচিত এই অভিনেত্রীকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
২০০৬ সালে ‘দেবদতাসু’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক। এরপর থেকে তেলেগু সিনেমাতেই বেশি দেখা গেছে ইলিয়ানাকে। মাঝে করেছেন তামিল ও কন্নড় ছবিও।
২০১২ সালে সর্বশেষ তামিল সিনেমা করেন অভিনেত্রী, ‘নানবান’ নামে সে সিনেমাটি প্রশংসিত হয়েছিল। তবে সম্প্রতি নতুন একটি তামিল সিনেমায় অভিনয় করার কথা ছিল ইলিয়ানার। অভিযোগ উঠেছে, সেই সিনেমায় পারিশ্রমিক নিয়েও অভিনয় করেননি তিনি। এ জন্য ছবিটির পরিচালক ইলিয়ানার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সে অভিযোগ আমলে নিয়েই তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে ইলিয়ানাকে।



আপনার মূল্যবান মতামত দিন: