odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় সন্তানের জন্ম দিলেন দগ্ধ নারী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ March ২০২৩ ২১:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ March ২০২৩ ২১:২৮

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে বিস্ফোরণে দগ্ধ এক নারী ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে ওই সন্তানের জন্ম হয়।

ওই নারীর নাম কুলসুম আক্তার (২৫)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন বলেন, ‘মাকে (কুলসুম আক্তার) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে নেওয়া হবে।

শিশুটি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের এনআইসিইউতে।’নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ১০ তলা একটি ভবনের ছয়তলায় থাকতেন কুলসুম। গতকাল রোববার সন্ধ্যায় ওই ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আগুনে দগ্ধ হন কুলসুম ও তাঁর তিন বছরের ছেলে।

গ্যাসলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে বলেছে ফায়ার সার্ভিস।



আপনার মূল্যবান মতামত দিন: