odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মা হতে চলেছেন সাবেক বলিউড অভিনেত্রি সানা খান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ March ২০২৩ ০৩:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ March ২০২৩ ০৩:৩১

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। এক হীরা ব্যবসায়ী মুফতিকে বিয়ে করে বলিউড ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলছেন তিনি। নতুন খবর হলো, মা হতে চলেছেন সানা। চলতি বছরের জুলাইয়ে ভূমিষ্ঠ হবে তাঁর প্রথম সন্তান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে উঠে এমনটাই জানা যায়।
সম্প্রতি একটি ধার্মিক চ্যানেলে দেখা মিলল সানা খান এবং তার স্বামী মুফতি আনাসের। সেখানে তারা তাদের এই ধার্মিক সফর, মনোভাব ইত্যাদি নিয়ে কথা বলেন। জানান কীভাবে কোন জিনিস তাদের বিনোদন জগতের আলো থেকে ধর্মের পথে চালিত করে।



আপনার মূল্যবান মতামত দিন: