odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ফখরুলের কাছে কাদেরের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২০ August ২০১৭ ১৬:৫২

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২০ August ২০১৭ ১৬:৫২

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি এত খুশি কেন-দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের মাধ্যমে ওবায়দুল কাদের এই প্রশ্ন রাখেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব আমার প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে ধান ভানতে শিবের গীত গেয়েছেন। তিনি বলেছেন, জিয়াউর রহমানের শাসন অবৈধ হলে আওয়ামী লীগও তো অবৈধ। তাঁর ভাষায় জিয়াউর রহমানই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। আমি তাঁর কাছ থেকে এই জবাব চাইনি।’
‘আমি আবারও সাংবাদিকদের মাধ্যমে তাঁর কাছে একই প্রশ্ন রাখছি। আশা করি তিনি প্রশ্নের সরাসরি জবাব দেবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের কাছে আমার প্রশ্ন ছিল-ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জিয়াউর রহমানের শাসনকেও তো অবৈধ ঘোষণা করা হয়েছে, তাহলে তারা (বিএনপি) এই রায় নিয়ে এত খুশি কেন- তিনি (ফখরুল) আমার এই প্রশ্নের উত্তর দেননি।’

 



আপনার মূল্যবান মতামত দিন: