odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শুক্রবার থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ March ২০২৩ ০২:২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ March ২০২৩ ০২:২২

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। তাই আগামী শুক্রবার (২৪ মার্চ) শুরু হবে ১৪৪৪ হিজরির মাহে রমজান।

আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এতে করে বৃহস্পতিবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসলমানরা। সেদিন দিবাগত রাতে সেহরি খেয়ে শুক্রবার থেকে রোজা পালন করবেন তারা।

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: