odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বার্লিনে গ্রেনেড বিস্ফোরণ এবং ছুরিকাঘাতে আহত -৩

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ March ২০২৩ ১৮:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ March ২০২৩ ১৮:০৫

জার্মানিতে গ্রেনেড বিস্ফোরণ এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে জার্মানির রাজধানী বার্লিনে।  এ ঘটনায়  একজন সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। 

দেশটির পুলিশ জানিয়েছে, হামলাকারী শুক্রবার রাতে জার্মানির রাজধানীর রেইনিকেনডর্ফ পাড়ায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের প্রবেশপথে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এতে করে  বয়সী দুই নারী এবং  এক ব্যক্তি আহত হন। আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি কারা হয়েছে।

ঘটনার পর হামলাকারী পালিয়ে যায়। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে পাশের একটি বাগান থেকে পুলিশ আটক করে।

 



আপনার মূল্যবান মতামত দিন: