odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

অস্ট্রেলিয়ায় ৫০ লাখ ক্যাঙ্গারু হত্যার পরিকল্পনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ March ২০২৩ ১৮:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ March ২০২৩ ১৮:১৯

অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু হওয়া সত্ত্বেও দেশটি প্রতি বছর শিকারিদের লাখ লাখ ক্যাঙ্গারু হত্যার অনুমতি দিয়ে থাকে। এ বছর দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৫০ লাখ ক্যাঙ্গারু হত্যা করা হবে।

দেশটির সরকার ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানায়, সেখানে কিছু প্রজাতির ক্যাঙ্গারু এতই বৃদ্ধি পেয়েছে যে তাদের কৃষি জমি, অন্যান্য স্থানীয় প্রজাতি এবং প্রাণীদের খরার সময় অনাহার থেকে রক্ষা করার জন্য নিয়মিত এই নিধন করা দরকার।

এর আগে ২০২০ সালে প্রায় ১০ হাজার বন্য উটকে হত্যা করে অস্ট্রেলিয়া। কেননা সে সময় দেশটির এতই খরা দেখা দিয়েছিল যে, পানি পানের জন্য বন্য উটগুলো লোকালয়ে আসতে শুরু করে। 



আপনার মূল্যবান মতামত দিন: