odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

উ. কোরিয়ার জেলে খাবার না পেয়ে বন্দিরা খাচ্ছে পোকামাকড়

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ March ২০২৩ ১৮:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ March ২০২৩ ১৮:৩৩

উত্তর কোরিয়ার কারাগারগ সম্পর্কে  চাঞ্চল্যকর তথ্য দিয়েছে  একটি মানবাধিকার সংস্থা”কোরিয়া ফিউচার”।  এক প্রতিবেদনে তারা জানায়, কারাগারগুলোয় বিচারবহির্ভূত হত্যা, ধর্ষণ, জোরপূর্বক গর্ভপাত, নির্যাতনসহ নানা অপরাধ চলছে।

কারাগারে বন্দিদের এতটাই ক্ষুধার্ত রাখা হয়, কেউ কেউ পোকামাকড় পর্যন্ত খেয়ে ফেলে। 

দক্ষিণ কোরিয়াভিত্তিক মানবাধিকার সংস্থার দাবি, উত্তর কোরিয়ার সরকারি নথি, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, স্থাপত্য বিশ্লেষণ এবং শাস্তিমূলক ব্যবস্থার ডিজিটাল মডেলসহ কারাগার থেকে বেঁচে ফেরা বন্দি, প্রত্যক্ষদর্শী  সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়েছে।

সেখানকার কারাগারগুলোতে বন্দিরা নির্যাতন এবং অমানবিক আচরণের শিকার। ঘটছে শত শত ধর্ষণ ও অন্য ধরনের যৌন সহিংসতার ঘটনা।



আপনার মূল্যবান মতামত দিন: