odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বী বাবা-ছেলের ইসলাম ধর্ম গ্রহণ

odhikar patra | প্রকাশিত: ২৯ March ২০২৩ ২০:৩৪

odhikar patra
প্রকাশিত: ২৯ March ২০২৩ ২০:৩৪

মোঃ আলামিন বেপারী

বরিশালের আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বী বাবা ও ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের আদর্শে অনুপ্রাণিত ও উজ্জীবিত হয়ে নিজ ইচ্ছায় তাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করেন।ইসলাম ধর্ম গ্রহণকারী বাবা-ছেলে হলেন উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা বাহাদুরপুর গ্রামের শান্তি রঞ্জন ব্যাপারী (৫৫) ও তাঁর ছেলে সজল ব্যাপারী (২৫)। গত বুধবার বরিশালের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমাইয়া রেজবী মৌরির আদালতে প্রথমে তাঁরা অ্যাফিডেভিট করেন। পরে জেলা আদালত মসজিদের ইমামের কাছে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর বাবার নাম রাখা হয় আবু বকর সিদ্দিক, ছেলের নাম রাখা হয় আব্দুর রহমান।ইসলাম ধর্ম গ্রহণের পর আজ শুক্রবার উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো তাঁরা জুমার নামাজ আদায় করেন। এ সময় মসজিদের মুসল্লিরা তাঁদের আর্থিক সহায়তা করেন। এ সময় তাঁদের নতুন পোশাকও দেওয়া হয়।হলফনামায় তাঁরা উল্লেখ করেন, ছোটবেলা থেকে মুসলমান প্রতিবেশীর সঙ্গে মেলামেশা ছিল তাঁদের। তা ছাড়া পবিত্র কোরআন-হাদিস ও হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে তাঁরা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন।



আপনার মূল্যবান মতামত দিন: