odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ঠেকাতে পদক্ষেপ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২১ August ২০১৭ ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২১ August ২০১৭ ১৭:১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হয়েছে। মাদ্রাসার পাঠ্যবইতেও নজরদারিতে আনা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা জানান।

তিনি বলেন, জঙ্গিবাদের মূল উৎপাটনে সরকার বদ্ধপরিকর। পাঠ্যবইয়ের মাধ্যমে যা জঙ্গিবাদকে উস্কে দেওয়া না হয়; সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। মাদ্রাসার পাঠ্যবইতেও নজরদারি বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, পাঠ্যবইয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার মতো তথ্য ও পাঠ থাকলে তা বাতিল করা হবে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের পদ্ধতিতে সন্দেহভাজন বিশ্ববিদ্যালয় ও কলেজে নজরদারি ও অনুসন্ধান চালাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: