odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ধারনক্ষমতার চেয়ে ৪ হাজার বেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২১ August ২০১৭ ১৯:১৩

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২১ August ২০১৭ ১৯:১৩

সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটের ধারণক্ষমতার চেয়ে ৪ হাজার অতিরিক্ত হজযাত্রী রয়েছে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম। সমস্যা সমাধানে অতিরিক্ত ফ্লাইটের জন্য আলোচনা চলছে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে হজ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে হজ পরিচালক আরও জানান, আগামী সাতদিনে ৪৩ হাজার হজযাত্রীকে সৌদি আরব পাঠানোর কথা থাকলেও দুইটি এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটে সর্বমোট ধারণক্ষমতা ৩৯ হাজার।
এদিকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশির হজে যাওয়ার কথা থাকলেও রোববার নির্ধারিত সময় পর্যন্ত ভিসার জন্য আবেদন করেছেন ১ লাখ ২৬ হাজার ২০৫ জন। বাকি ৯৯৩ জন আবেদনই না করায় তাদের হজযাত্রাও অনিশ্চিত বলে হজ অফিসের পরিচালক জানিয়েছেন।
সৌদিতে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু: সৌদি আরবে হজ করতে এসে মক্কা ও মদিনায় আরও ৩ বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন- চট্টগ্রামের মো. জাকের হোসেন (৫৯), টাঙ্গাইলের মো. আবদুর রাজ্জাক (৬২) ও লালমনিরহাটের মো. আবুল কাশেম ব্যাপারী (৬৫)। এ নিয়ে মোট বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা ১৯।



আপনার মূল্যবান মতামত দিন: