odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

জার্মানিতে গণপরিবহনের মাসিক টিকিট চালু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ April ২০২৩ ০৪:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ April ২০২৩ ০৪:১৮

 জার্মানিতে  গণপরিবহনের জন্য  চালু হচ্ছে ৪৯ ইউরোর ‘ডয়েচলান্ড টিকিট’।

জনগণের ওপর চাপ কমাতে গণপরিবহন ব্যবহারে গত বছরের গ্রীষ্মে পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য ৯ ইউরোর মাসিক টিকিট চালু করে জার্মান সরকার। কিন্তু এরপর কী হবে, সে বিষয়ে একমত হতে পারছিল না ফেডারেল এবং রাজ্য সরকারগুলো।

অবশেষে ৪৯ ইউরোর (প্রায় ছয় হাজার বাংলাদেশি টাকা) মাসিক গণপরিবহণ টিকেট চালু করতে জার্মানির জোট সরকার এবং রাজ্য সরকারগুলো একমত হয়েছে। প্রাথমিকভাবে এই টিকিট দুই বছর চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। তিন এপ্রিল থেকে এই টিকিট কিনতে পাওয়া যাচ্ছে, তবে এই টিকিট নিয়ে ভ্রমণ করা যাবে মে মাস থেকে। ডিজিটাল সাবস্ক্রিপশনের অংশ হিসেবে টিকিট কেনা যাবে অনলাইনে।

‘গাড়ির দেশ’ খ্যাত দেশটিতে ৪৯ ইউরোর এই টিকিট দিয়ে স্থানীয় ও আঞ্চলিক গণপরিবহন নেটওয়ার্কগুলোতে ভ্রমণ করা যাবে।

 


আপনার মূল্যবান মতামত দিন: