odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

জাপানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ April ২০২৩ ০৪:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ April ২০২৩ ০৪:৫৭

জাপানের ১০ জন আরোহীসহ একটি সামরিক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে।  তাদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।

হেলিকপ্টারটি  বৃহস্পতিবার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওকিনাওয়া দ্বীপের কাছে মিয়াকোজিমায় জাপান সাগরে ভেঙে পড়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জেনারেল ইয়াসুনোরি মরিশিতা জানান হেলিকপ্টারটি প্রধানত সেনা পরিবহনে ব্যবহার হয় । 

তিনি বলেন, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ জন আরোহীর কেউ বেঁচে আছেন কিনা, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।


আপনার মূল্যবান মতামত দিন: