odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

কলকাতায় বসছে 'আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ April ২০২৩ ০৫:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ April ২০২৩ ০৫:০৫

 দেশের গন্ডি পেরিয়ে ভারতের কলকাতায় বসছে 'আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩’ এর আসর।২০২০ সাল থেকে দেওয়া শুরু হয় 'আইকনিক স্টার অ্যাওয়ার্ড'। প্রতিবছর  বর্ণিল আয়োজন করে সেলিব্রেটিদের হাতে পুরস্কার দেওয়া হয়।   তবে আয়োজনটি এবার হচ্ছে কলকাতায়।

এবার ঢাকা ও কলকাকাতা দুই দেশের তারকাদেরকেই সম্মাননা জানাতে চান 'আইকনিক স্টার অ্যাওয়ার্ড' কর্তৃপক্ষ। 

আগামী ২৮ এপ্রিল  কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে এই মেলবন্ধন উৎসব আয়োজন হবে।  এ উপলক্ষ্যে সম্প্রতি ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে আইকনিক স্টার আওয়ার্ডের উদ্যোক্তা পিয়াল হোসেন জানালেন, এই আয়োজনে দুই বাংলার ১৫ জন কর মোট ৩০ জন তারকাকে আমরা সম্মাননা জানাবো ও অ্যাওয়ার্ড দেবো। যা



আপনার মূল্যবান মতামত দিন: