odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

প্রতি ছবিতে কত পারিশ্রমিক নেন এনটিআর?

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ April ২০২৩ ০৫:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ April ২০২৩ ০৫:২৭

ট্রিপল আর’ সিনেমার সাফল্যের পর পারিশ্রমিক বাড়িয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ।

 প্রতি সিনেমার জন্য ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি ২১ লাখ রুপির বেশি) পারিশ্রমিক নিচ্ছেন জুনিয়র এনটিআর। তবে ‘ওয়ার টু’ সিনেমাতে ৩০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হচ্ছে তাকে। 

প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস নির্মাণ করছে ‘ওয়ার টু’। সিনেমাটিতে হৃতিকের সঙ্গে পর্দায় হাজির হবেন এনটিআর জুনিয়র। আয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।

 

 তা ছাড়াও বর্তমানে জুনিয়র এনটিআরের হাতে বড় বড় আরো দুটি সিনেমার কাজ রয়েছে। তার একটি ‘এনটিআর ৩০’। এটি পরিচালনা করছেন কোরাতলা শিবা। ‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে আরেকটি সিনেমায় কাজ করছেন জুনিয়র এনটিআর।

জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।



আপনার মূল্যবান মতামত দিন: