odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

পদ্মাসেতু ছাড়া সব মহাসড়কে ইদে মোটরসাইকেল চালানো যাবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ April ২০২৩ ০০:০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ April ২০২৩ ০০:০৪

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না বলে জানানো হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন-২০২৩ উপলক্ষ্যে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার বনানীর বিআরটির কার্যালয়ে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী মোটরসাইকেল চলাচলের বিষয়ে প্রশ্ন করে বলেন, মহাসড়কে মোটরসাইকেল চলবে না, এটি কি আমরা বলেছি? তবে শুধু পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না। এ ছাড়া সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।

অবশ্য এর আগের ঈদের সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে সড়ক বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। 



আপনার মূল্যবান মতামত দিন: