odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে এতিমখানায় হামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ April ২০২৩ ১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ April ২০২৩ ১৭:৩৯

বাগেরহাটের মোরেলগঞ্জে আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তের দল। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে।

মোড়লগঞ্জ থানা অফিসার ইনচার্জ  ওসি মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার সময় এতিমখানার আবাসিকে থাকা ১৪ জন এতিম শিশুছাত্রসহ সকলে এতিমখানা সংলগ্ন মসজিদে নামাজে ছিলেন। দুর্বৃত্তরা শিশুদের কাপড়-চোপড়, বিছানা ধারাল অস্ত্র দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। ভাঙচুর করা হয়েছে ফ্যান ও সিসি ক্যামেরা।  

খবর পেয়ে অনেক অভিভাবক তাদের শিশুদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য এতিমখানায় জড়ো হয়েছেন।

থানার ওসি মো. সাইদুর রহমানসহ পুলিশের একটি বড় বহর ঘটনাস্থলে পরিদর্শন করে জানান, কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: