odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

কলকাতায় আসার জন্য অপেক্ষা করছিলাম: লিটন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ April ২০২৩ ০৫:২৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ April ২০২৩ ০৫:২৬

লিটন কে নিয়ে কলকাতার অফিশিয়াল পেইজে একটা ভিডিও আপলোড করে। ভিডিওটির ক্যাপশনে কলকাতা নাইট রাইডার্স লিখেছে, ‘দা বাংলাদেশ টাইগার ইন কেকেআর ক্যাম্প।’

লিটন অবশ্য কলকাতা পৌঁছেছেন গত ৯ এপ্রিলই। এর মধ্যে অনুশীলনেও যোগ দিয়েছেন, কলকাতা ছাপিয়েছে সে সব ছবিও। তবে আজ কলকাতার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্ট করা হয়েছে আরেকটি ভিডিও।

সেখানে গাড়ি থেকে টিম হোটেলে নেমে কলকাতায় খেলার নিজের প্রতিক্রিয়া জানাতে দেখাতে যায় লিটনকে। তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে, এটির জন্য অপেক্ষা করছিলাম। কখন কেকেআরে আসব।’



আপনার মূল্যবান মতামত দিন: