odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নেতৃত্বের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন ধোনি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ April ২০২৩ ০৫:৪০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ April ২০২৩ ০৫:৪০

এবারের আইপিএলের সবচেয়ে কমবয়সী অধিনায়ক রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। আজ কমবয়সী সঞ্জুর সঙ্গে টস করেছেন সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আর এই ম্যাচেই নেতৃত্বের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আইপিএল ইতিহাসে ২০০ ম্যাচে অধিনায়কত্ব করা প্রথম অধিনায়ক ধোনি।

নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ধোনি। এ দিন দু শতম ম্যাচে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি-স্মারক তুলে দেওয়া হয় তাঁর হাতে। 

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করার রেকর্ডটা অনেক আগে থেকেই ধোনির। আইপিএলের পাশাপাশি ভারত জাতীয় দল মিলিয়ে মোট ৩০৯টি টি-টোয়েন্টিতে তিনি নেতৃত্বে দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: