odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

রাশিয়ার আগ্রাসন থামাতে ভারতকে অনুরোধ ইউক্রেনের উপ—পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ April ২০২৩ ০৫:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ April ২০২৩ ০৫:৫০

সম্প্রতি ভারত সফর করেছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে ভারতকে ভূমিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে ভারতে জি২০-র শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোরও অনুরোধ করেন তিনি।

এমিন বলেন, আমরা আশাকরি, ভারত ইউক্রেনের বিষয়ে আরও সক্রিয়তা বাড়াবে। আমাদের বিশ্বাস, শীর্ষতম স্তরে রাজনৈতিক আলোচনা বড় সাফল্য পাওয়ার পথে প্রথম ধাপ। আমাদের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার অনুরোধ জানিয়েছে‌ন।

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোথাও যদি ভুক্তভোগী ন্যায় না পায় তাহলে তার ব্যবস্থা নিতে হবে। তা না হলেই বিষয়টি বেড়েই চলবে।



আপনার মূল্যবান মতামত দিন: