odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

রাজ্জাকের দাফন হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২২ August ২০১৭ ১৭:৪২

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২২ August ২০১৭ ১৭:৪২

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের দাফন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। তাঁর ছেলে বাপ্পি দেশের বাইরে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নায়করাজের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে বাপ্পি বিদেশে অবস্থান করছেন। তিনি টিকেট পাচ্ছিলেন না দেশে আসার।’

খোরশেদ আলম জানান, আজ বিকেলে বাপ্পির সঙ্গে কথা হয়েছে। তিনি দেশে ফেরার টিকেট পাওয়ার কথা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টায় বাপ্পি বাংলাদেশে পৌঁছাবেন। এ কারণে আজ নায়করাজের দাফন হচ্ছে না। বাপ্পি দেশে ফিরলে আগামীকাল সকাল ১০টার আগের সিদ্ধান্ত অনুযায়ী বনানী কবরস্থানে রাজ্জাকের দাফন সম্পন্ন করা হবে।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান রাজ্জাক। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এরপর আজ সকালে এফডিসিতে নেওয়া হয় রাজ্জাকের লাশ। সেখান প্রথম জানাজা শেষে দুপুর ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় নায়করাজকে।



আপনার মূল্যবান মতামত দিন: