odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ইতালির আলপসে তুষার ধস - নিখোঁজ ৩

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ April ২০২৩ ২২:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ April ২০২৩ ২২:৫৭


ফ্রান্স এবং ইতালির সীমান্তে আওস্তা উপত্যকা অঞ্চলে তুষার ধসের ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। গাইডের সঙ্গে একদল পর্যটক পাহাড় চড়ার ট্রেনিং নিচ্ছিলেন তখনই তুষার ধসের ঘটনা ঘটে। গাইড নিজেকে কোনোমতে বাঁচাতে পারলেও বাকি তিনজন তুষার ধসের মধ্যে পড়ে যান।
আহত অবস্থায় ওই গাইড উদ্ধারকারীদের খবর দেন। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকারীরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আবহাওয়া খারাপ থাকার কারণে ঘটনাস্থলে হেলিকপ্টারও পাঠানো যাচ্ছে না।

নিখোঁজ ব্যক্তিদের বয়স যথাক্রমে ৩৭, ৩৯ এবং ৪৪,৪৯। তুষার ধসের মধ্যে পড়েও তিনি নিজেকে কোনোমতে বাঁচাতে পেরেছেন। ওই অবস্থাতেই তিনি দ্রুত নিচে নেমে উদ্ধারকারীদের খবর দেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: