odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার চালালো উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ April ২০২৩ ২৩:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ April ২০২৩ ২৩:০৮

প্রথমবারের মতো সলিড-ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রটি হলো হোয়াসং-১৮।

এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তদারকি করেন কিম জং উন। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নতুন এক ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। কেসিএনএ বলছে, দেশের কৌশলগত বাহিনী পরিচালিত হোয়াসং-১৮ অস্ত্র ব্যবস্থাটি (উত্তর কোরিয়াকে) রক্ষা করতে, আক্রমণ রোধ করতে এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য ভূমিকা পালন করবে।

সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা নিরাপদ। এটি পরিচালনা করা সহজ। তরল চালিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি দ্রুত মোতায়েন করা যায়। ২০২১ সালে প্রকাশ করা কিমের পাঁচ বছর মেয়াদি অস্ত্র উন্নয়ন পরিকল্পনার অন্যতম প্রধান অংশ এটি।



আপনার মূল্যবান মতামত দিন: