odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

কলকাতা বিমানবন্দরে সৌদি বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ April ২০২৩ ০১:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ April ২০২৩ ০১:২৬

কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে হংকংগামী একটি মালবাহী বিমান। স্থানীয় সময় শনিবার সকালে ওই মালবাহী বিমানটির সামনের কাচে ফাটল ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই বিমানটির তড়িঘড়ি অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয় এবং নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে।

সৌদিয়ার ওই ফ্লাইটটি শনিবার চার জন কর্মীসহ সৌদির জেদ্দা থেকে হংকংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে সকালে সেটির সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখতে পান কর্মীরা।

শনিবার সকাল ১১টা ৩৭ মিনিটে জরুরি ভিত্তিতে সৌদিয়ার ফ্লাইটের অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বেলা ১২টা ২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: