odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সুদানে সেনাবাহিনীর সঙ্গে প্যারামিলিটারির সংঘর্ষে নিহত বেড়ে ৫৬

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৯:০৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৯:০৭

সুদানে সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারামিলিটারি গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৬০০ জন। 

ক্ষমতা দখলে নিতে দুই বাহিনীর মধ্যে সংঘাত চলছে। দুই বাহিনীই দাবি করেছে যে, খার্তুমের বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

 রবিবার (১৬ এপ্রিল) ভোরে খার্তুম সংলগ্ন ওমদুরমান ও নিকটবর্তী বাহরিতে ভারী কামানের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা পোর্ট সুদানের লোহিত সাগরের শহরটিতেও গোলাগুলির কথা জানিয়েছেন।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্যারামিলিটারির প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর সঙ্গে কোনো সমঝোতা কিংবা সংলাপ হবে না। প্যারামিলিটারিকে ভেঙে দিতে হবে। তাহলে সংলাপ হতে পারে।  

 



আপনার মূল্যবান মতামত দিন: