odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

দাপুটে জয়ে শীর্ষ তিনে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৭ April ২০২৩ ১৮:২০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৭ April ২০২৩ ১৮:২০

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের মাঠে গিয়ে তাদেরকে ২-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। গোল দুইটি করেছেন অ্যান্থনি ও মার্শিয়াল।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নিতে থাকে ম্যানইউ। তবে নটিংহ্যাম ফরেস্টের গোলরক্ষক কেইলর নাভাস বারবার রুখে দিচ্ছিলেন তাদের। তবে ৩২তম মিনিটে অবশ্য রক্ষা হয়নি, অ্যান্থনির গোলে লিড নেয় রেড ডেভিলরা। মার্শিয়ালের প্রথম শট নাভাস ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন ব্রাজিলীয় তারকা।

৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো দালোত অ্যান্থনির পাস থেকেই জাল খুঁজে নেন এই পর্তুগিজ ডিফেন্ডার। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে এরিক টেন হাগের দল।  



আপনার মূল্যবান মতামত দিন: