odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আঙ্গেলা ম্যার্কেল অর্ডার অফ মেরিট পুরস্কারে ভূষিত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ April ২০২৩ ১৮:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ April ২০২৩ ১৮:৪৩

সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মানির সর্বোচ্চ অর্ডার অফ মেরিট পুরস্কারে ভূষিত হয়েছেন। রাশিয়া ইস্যু ও তাঁর এনার্জি পলিসি নিয়ে বিস্তর সমালোচনা সত্ত্বেও তিনি এ পুরস্কার পেয়েছেন। 

সোমবার তিনি পুরস্কার পান। পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার।

আঙ্গেলা ম্যার্কেলের আগে দেশটির প্রাক্তন দুই চ্যান্সেলর এ পুরস্কার পান। তাঁর হলেন কনরাড অ্যাডেনাউয়ার এবং হেলমুট কোহল। পুরস্কার পাওয়া তিন সাবেক নেতাই রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) সদস্য।

জার্মান প্রেসিডেন্ট স্টেইনমায়ার বলেন, ম্যার্কেল তাঁর দায়িত্ব পালনের সময় পুরো ইউরোপকে এক ছাতার নিয়ে রাখার চেষ্টা করেন। এ জন্য তাঁকে ধন্যবাদ।

 



আপনার মূল্যবান মতামত দিন: