odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সুদানে সেনাবাহিনী-আধা-সামরিক বাহিনীর সংঘাতে নিহত বেড়ে ২০০, আহত ১৮০০

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ April ২০২৩ ১৮:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ April ২০২৩ ১৮:৫৪

সুদানে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেরে মধ্যে সংঘাত এখনও চলমান। দুই পক্ষের লড়াইয়ে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত ও ১৮০০ জন আহত হয়েছে । 

রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে দুই বাহিনীর মধ্যে শনিবার লড়াই শুরু হয়। সংঘাতের কেন্দ্রে রয়েছে শীর্ষ দুই জেনারেল এবং সবশেষ এই সংঘর্ষের জন্য তাদের নেতৃত্বাধীন দুই বাহিনী পরস্পরকে দায়ী করছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ীভাবে অস্থিতিশীল বলে পরিচিত সুদানের রাজধানীতে এই লড়াই নজিরবিহীন এবং এমনকি এটি বেশ দীর্ঘায়িতও হতে পারে। যদিও আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কূটনীতিকরা সক্রিয় হতে শুরু করেছেন।

দুই বাহিনীর মধ্যকার এই সংঘর্ষে বিমান হামলা, আর্টিলারি এবং ভারী গোলাগুলির ব্যবহারও দেখা যাচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: