odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

হাওড়ে ধানকাটা উৎসবে যোগ দিলেন তিন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ April ২০২৩ ২৩:৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ April ২০২৩ ২৩:৪৫

হাওড়ে ধানকাটা উৎসবে যোগ দিয়ে কাস্তে হাতে ধান কাটলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।

বুধবার সকালে শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওড়ে বোরো ধান কর্তন উৎসবে যোগ দেন তারা। 

এ সময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, দেশ কৃষিক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের ঘাটতি নেই। 

তিনি বলেন, জলাভূমি হাওড়ে আর কোনো সড়ক নির্মাণ হবে না। তবে উড়ালসড়ক হবে, যেটির কাজ এরই মধ্যে শুরু হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমন্ত্রী এনামুল হক শামীম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: