odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বঙ্গবাজারে নগদ কোটি টাকার অনুদান দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ April ২০২৩ ০৩:১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ April ২০২৩ ০৩:১৮

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শত দোকান মালিককে নগদ এক কোটি টাকা অনুদান দিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসনের সহায়তায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন, বিদ্যানন্দের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ, বোর্ড সদস্য জামাল উদ্দীন উপস্থিত ছিলেন। 

আগুনে ক্ষতিগ্রস্ত ১০০ জন দোকান মালিকের প্রত্যেককে নগদ এক লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের সহায়তা ও সমন্বয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছে। ঈদকে সামনে রেখে তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে ঈদের আগেই এই সহায়তা তুলে দেওয়া হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: