odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প শুরু আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ April ২০২৩ ১৬:২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ April ২০২৩ ১৬:২৫

ক্রিকেটারদের ঈদের ছুটি শেষ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঈদের একদিন পর ঢাকায় এসেছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নির্বাচক দলের তিন সদস্যই কাল বিসিবিতে এসেছিলেন। কোচের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। 

এদিকে সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্পের আগে ছুটি নিয়ে স্ত্রী-সন্তানদের কাছে গেছেন সাকিব আল হাসান। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প । তিনদিনের ক্যাম্পে সাকিবের সঙ্গে আইপিএলে খেলতে যাওয়া লিটন দাস ও মোস্তাফিজুর রহমানও থাকছেন না। তিনজনই ইংল্যান্ডের চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন। 

ঈদের আগে ছেলের অসুস্থতায় দুশ্চিন্তায় ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এখন আর সেই সমস্যা নেই। তিনি কাল কোচের সঙ্গে দেখা করেছেন। প্রধান কোচ ও নির্বাচকদের আলোচনায়ও ছিল আয়ারল্যান্ড সিরিজের পরিকল্পনা। 

 



আপনার মূল্যবান মতামত দিন: