odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

কাশ্মীরে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু খুলে দেওয়া হবে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ April ২০২৩ ২২:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ April ২০২৩ ২২:০২

শিগগিরই কাশ্মীরে খুলে দেওয়া হবে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের চিনাব নদীর ওপর নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেত। দ্রুতই খুলে দেওয়া হবে বিশ্বের সবচেয়ে উঁচু এই রেল সেতুটি।

সেতুটি এক হাজার ৩১৫ মিটার দীর্ঘ এবং নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উঁচু । এই সেতু খুলে দেওয়ার মধ্য দিয়ে ভারতের প্রত্যন্ত অঞ্চলটিকে ভারত তার বিশাল রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে।

প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু এই সেতুটি কাশ্মীরের দক্ষিণ জম্মু এলাকার রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরি গ্রামের মধ্যে অবস্থিত।

১৬৮ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে সেতুটি। এই সেতুর কাজ শুরু হয়েছিল ১৯৯৯ সালে। হাজার হাজার কর্মী এবং শত শত প্রকৌশলী মিলে তৈরি করেছে এই সেতু্।

২৮ হাজার টন ইস্পাত দিয়ে তৈরি আর্চ সেতুটিকে একটি বিস্ময় হিসেবে বিবেচনা করা হয়। কারণ সেতুটি উচ্চ ভূমিকম্পপ্রবণ এলাকায় নির্মিত। রুক্ষ এবং অসম ভূখণ্ডে ঘন ঘন ভূমিধস এবং খারাপ আবহাওয়াও দেখা দেয়। কাশ্মীর উপত্যকা এবং ভারতের মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি কোনো রেল যোগাযোগ নেই। এই সেতুর মাধ্যমে তা সম্ভব হলো।



আপনার মূল্যবান মতামত দিন: