odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

১৫ বছর পর মিয়ানমারে নিহত জাপানি সাংবাদিকের ক্যামেরা ফেরত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ April ২০২৩ ২২:১৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ April ২০২৩ ২২:১৭

২০০৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নিহত হন জাপানের সাংবাদিক কেনজি। তার ১৫ বছর পর এসে ভাইয়ের ক্যামেরা ফেরত পেলেন বোন।

২০০৭ সালে সামরিক শাসনের বিরুদ্ধে বৌদ্ধ ভিক্ষুরা গণবিক্ষোভ শুরু করেন। ওই সময়ই হত্যা করা হয় জাপানের সাংবাদিক কেনজি নাগাইকোকে। খুব কাছ থেকেই তাকে গুলি করে হত্যা করা হয়। গুলি লেগে কেনজি রাস্তায় পড়ে আছেন এমন একটি ছবি গোপনে মিয়ানমারের বাইরে চলে যায়। তাতেই পুরো বিশ্ব সব জেনে যায়। যদিও মিয়ানমার সেনাবাহিনী এই ঘটনাকে দুর্ঘটনা বলছে।

সেদিন ব্যবহৃত কেনজির ক্যামেরাটি তার পরিবারের হাতে তুলে দিয়েছে ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মা (ডিভিবি)। ক্যামেরাটি গ্রহণ করেন কেনজির বোন। ২০০৭ সালের গণবিক্ষোভে ৩১ জন মারা যায়। বিক্ষোভের ছবি তুলতে গিয়ে কেনজি গুলিবিদ্ধ হয়ে মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: