odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে,চলছে ট্রেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ April ২০২৩ ০১:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ April ২০২৩ ০১:১৮

চট্টগ্রামে টায়ারের গুদামে লাগা আগুন সোয়া দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে আগুন লাগে। রেললাইনের পাশে এই অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়ে। বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার আগে এই আগুন লাগে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে আসা বিরতিহীন ট্রেন সোনার বাংলা দেওয়ানহাটে আগুনের কারণে নগরের পলোগ্রাউন্ড এলাকায় আটকে ছিল। ট্রেনটি এখন স্টেশনে এসেছে। এ ছাড়া মার্শালিং ইয়ার্ডে থাকা ট্রেনগুলোও স্টেশনে আসছে। 



আপনার মূল্যবান মতামত দিন: