odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ April ২০২৩ ১৭:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ April ২০২৩ ১৭:৩১

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে মো.মোস্তফা (৫০) নামের এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হাটবারেঙ্গা গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। গতকাল শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোস্তফা বাড়ির পাশের জমি থেকে ধানের খড় আনতে যান। এসময় হঠাৎ তার উপর বজ্রপাত হয়। এতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করেন। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: