odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ইউক্রেনকে্স্ত্রেআবারো দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ May ২০২৩ ০৪:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ May ২০২৩ ০৪:৫৯

ইউক্রেনকে  তিন হাজার কোটি ডলারের অস্ত্র দিতে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার অত্য়াধুনিক রকেট, হাউইটজার কামান, গোলা পাবে ইউক্রেন। । এছাড়া হিমরাস রকেট সিস্টেম থেকে ছোড়া য়ায় এমন রকেটও দেয়া হবে। 

মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই জরুরি ভিত্তিতে এই অস্ত্রগুলো দেয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আছে। তাই ইউক্রেনের হাতে তাড়াতাড়ি এই সব অস্ত্র পৌঁছে যাবে। এ

রাশিয়াও ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন প্রত্যাঘাত করতে পারে ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: