odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিল ওয়াগনার প্রধান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ May ২০২৩ ০৫:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ May ২০২৩ ০৫:৩৪

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ইউক্রেনের বাখমুত শহর থেকে নিজের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন  গোলাবারুদের সরবরাহ না বাড়ালে আগামী বুধবারের মধ্যে সেনা সরিয়ে নিবেন। 

সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাব চেয়ে প্রিগোজিন বলেন, ' গোলাবারুদ কোথায়? তারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছে আর মারা যাচ্ছে ।  দপ্তরে তোমাদের মোটাতাজা করার জন্য।'

মাত্র গত সপ্তাহে তিনি রাশিয়ার একজন যুদ্ধপন্থি ব্লগারকে বলেছেন, বাখমুত থাকা ওয়াগনার যোদ্ধাদের বুলেট সরবরাহ শেষ পর্যায়ে নেমে এসেছিল, তাদের হাজার হাজার রাউন্ড গুলি দরকার।

প্রিগোজিন জানিয়েছেন, তারা বাহিনীগুলো রাশিয়ার ৯ মে-র ‘বিজয় দিবস’ উদযাপনের জন্য ১০ মে পর্যন্ত বাখমুতে থাকতে রাজি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: